এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রামের বিধান চন্দ্র বিশ্বাস যখন স্বর্ণ চোরাচালানের সাথে জরিত। তাই অভিযোগের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিধান চন্দ্র বিশ্বাস কে নিজ বাড়ি থেকে আটক করেছে।
বুধবার (২৯জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের ওই বাহেরচর গ্রাম থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিধান ওই গ্রামের বাসিন্দা মৃত. বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে আটক করে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা রয়েছে।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আমাদের তদন্তের কাজ চলছে। পরবর্তীতে ডিএমপি'র মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত