মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
পহেলা মে মহান আন্তর্জাতিক মে দিবস ২০২৫ উপলক্ষে আজকে নীলফামারী জলঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন যেমন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক ঐক্য পরিষদ, হোটেল শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটো ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন, লেবার শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সহ অনেক শ্রমিক সংগঠন সকাল ৮ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জলঢাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সমাবেশে জড়িত হয় বিভিন্ন স্থানে। এবং সারাদিনেই পুরো জলঢাকা উপজেলা মুখরিত ছিলো শ্রমিকদের শ্লোগান শ্রমিক ঐক্য এক হও, আমাদের অধিকার দিতে হবে।
ন্যায্য অধিকার, দিতে হবে। পরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পান্তর করে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত