রেদওয়ানা আফরিন:
বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ১৫৭নং স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা তাদের দুজনকে শোকজ করেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার।
রবিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আকতার মুঠোফোনে জানান, সম্প্রতি বরগুনার কয়েকজন সংবাদকর্মী ১৫৭নং স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন তথ্য নিতে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাহিদা ও সহকারী শিক্ষক আঃ জলিল সেই সকল সংবাদকর্মীদের তথ্য না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবী ও মহিলা শিক্ষকদের কু-প্রস্তাব দেয়া হয়েছে বলে অভিযোগ দেন শিক্ষা দপ্তরে। অভিযোগের পর শিক্ষা অফিসের তদন্ত শেষে জানাগেছে, শিক্ষকদের অভিযোগ সম্পূর্ন মিথ্যা। তাই সেই সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তাদের মধ্যে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার ও সহকারী শিক্ষক সাহিদা নামের দুজনকে শোকজ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে গেলে শিক্ষা কর্মকর্তা ঢাকায় মিটিং এ আছেন বলে জানাগেছে।
এ ঘটনায় ভুক্তভোগী দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার বার্তা-সম্পাদক মোঃ জামাল মীর জানান, প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাহিদা ও সহকারী শিক্ষক আঃ জলিল মিলে আমাদের নামে মিথ্যা অভিযোগ ও অপবাদ দেন। যখন প্রমান হয়েছে আমরা অন্যায় কাজ করিনি, তখন বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস নড়েচড়ে বসেছেন। তাই আমি ওই সকল শিক্ষকদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবী করছি। যাতে করে ভবিষ্যতে এ সকল মিথ্যা অভিযোগের শিকার আর কেহ না হন।
উল্লেখ্য, বরগুনা জেলা প্রশাসক বরাবর, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক, উপজেলা নিবার্হী কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাব, নৌ-কন্টিনজেন্ট কমান্ডার-বরগুনা ও প্রাথমিক শিক্ষা অফিসে সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত