আমতলী( বরগুনা) প্রতিনিধি:
রাজনীতিতে শত্রু চিহ্নিত করতে পারাটা জরুরী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রীম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র থেমে নাই। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভবিষ্যতে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করারও অনুরোধ করেন তিনি।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম মনি, বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত