তালতলী (বরগুনা) প্রতিনিধি:
ঔষধ শিল্পে কর্মরত প্রতিনিধিদের সংগঠন 'ফারিয়া'র উদ্যোগে বরগুনার তালতলী উপজেলায় অনুষ্ঠিত হলো এক কার্যনির্বাহী সভা। সোমবার (১২ মে) সন্ধ্যায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) ও মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) গণ উপস্থিত ছিলেন। সকলে মিলে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়,ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ফারিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবুল বাশার হেলালিকে সভাপতি এবং মোঃ শাহীন আলমকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, ফারিয়াকে একটি সমন্বিত, প্রতিনিধি ও কেমিস্ট বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন। তাঁরা সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।
উপস্থিত সকলে নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত