1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২১ জুন ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
Title :
মাগুরার তালখড়ি গ্রামে স্বামীর মৃত্যুর শোকে এক মাসের ব্যবধানে স্ত্রী আত্মহত্যা বাউফলে ৮ ফুট জায়গা কেড়ে নিলো এক নারীর জীবন জলঢাকা গোলনা ইউনিয়নে চলছে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব শ্রীপুরে মেলা থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে জোরপূর্বক দোকানের ভিতর ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ার স্কুলছাত্রের উদ্ভাবন অংশ নিচ্ছে আন্তর্জাতিক সম্মেলনে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বাহার ভিলাতে ঈদ আনন্দ ও শুভেচ্ছা বিনিময় “আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে- বিএনপি নেতা হুমায়ুন কবির আত্রাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে জীবননাশের হুমকি গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

বরগুনায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ Time View

শাহ আলী,বরগুনা প্রতিনিধি:

সারা বাংলাদেশের চার ভাগের এক ভাগ ডেঙ্গু রোগী বরগুনায়। ইতোমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে ১০ জনের। তার মধ্যে জেনারেল হাসপাতালে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩ জনের এবং বাকিরা অন্যান্য হাসপাতালে।

এ পর্যন্ত ১৫শ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র বরগুনা জেলায়। বর্তমানে ১৫৮ জন রোগী ভর্তি রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। এরপরেও বরগুনা জেলাকে ডেঙ্গু হটস্পট হিসেবে ঘোষণা না করায় এবং জরুরী  ব্যবস্থা না নেয়ায় রাস্তায় নেমেছে বরগুনার সাধারণ জনগণ।

১২ লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তার সংখ্যা বর্তমানে মাত্র ১০ জন তার মধ্যে ছুটিতে আছেন পাঁচ জন। এসব নানা কারণে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলা বিএনপিসহ স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

মঙ্গলবার সকালে সকাল ৯ টায় প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী কর্মীরা। পরে সকাল ১১ টায় একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি।

বরগুনা সদর উপজেলা বিএনপি ‘র সভাপতি তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা এবং সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক।

বরগুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী নাসরিন আক্তার শিমু বলেন, বরগুনার জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা এবং প্রশাসনের উদাসীনতার কারণে বরগুনায় তাদের সহকর্মী স্থানীয় উদ্যোক্তা মোনালিসা জেরিন এবং কিশোরী উপমাসহ ১০ জনেরও বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে। ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে ডেঙ্গু। যে কোন সময় এ পরিস্থিতি আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেতে পারে। শত শত মানুষের প্রাণহানি হতে পারে। যার সামাল দেয়া পুরো রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা এবং সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদ-এর কন্যা মোনালিসা জেরিনসহ ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের অকাল মৃত্যুর পরে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ।

বরগুনা প্রেসক্লাবের মধ্যস্থতায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের উদ্যোগে জরুরি ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে বরগুনার জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স নিয়োগের দাবিতে বিভিন্ন সময়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সুরক্ষা ফোরাম নামে এসব সভা সমাবেশের আয়োজন করে বরগুনা প্রেসক্লাব ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসব কর্মসূচির ধারাবাহিকতায় গত কয়েকদিনে জেলা প্রশাসন, পৌর পরিষদ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে করণীয় বিষয়ে আলোচনা করে বরগুনার স্বাস্থ্য সুরক্ষা ফোরামের নেতৃবৃন্দ।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ বলেন, সারা বাংলাদেশে যেখানে সাড়ে ৪ হাজার রোগী সেখানে শুধুমাত্র বরগুনা জেলায় দেড় হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বরগুনার সিভিল সার্জন সহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণ কিছুতেই ছুটিতে যেতে পারেন না। মাত্র ১০ জন ডাক্তার নিয়ে এমন জরুরি পরিস্থিতি সামলানো হাস্যকর। তাই জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই বরগুনা প্রেসক্লাবের মধ্যস্থতায় স্বাস্থ্য সুরক্ষা ফোরাম গঠন করা হয়েছে। করণীয় নির্ধারণে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ এবং পৌর প্রশাসনের সাথে একাধিক আলোচনা সভা করা হয়েছে। এতেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। নজিরবিহীন ডাক্তার ও নার্স সংকটের কারণে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ডেঙ্গু মশার ভয়াবহ উপদ্রপ এবং বরগুনার চিকিৎসা সেবার অচল অবস্থার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বরগুনায়। অথচ রাষ্ট্রের রোগীীত গরম নেই। এভাবে একটি জেলার স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে না।

কেন্দ্রীয় বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন বলেন বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বরগুনা পৌরসভা, স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলেরই দায়িত্বহীনতা রয়েছে। তিনি আরো বলেন এমন ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্য সচিব কেন বরগুনায় আসলেন না স্বাস্থ্য উপদেষ্টা কেন বলব না আসলেন না তার জবাব দিতে হবে জনগণের কাছে। এসব ব্যর্থতার দায় দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং