মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জলঢাকা জনস্বাস্থ্য প্রকল্পের মালামাল মধ্যরাতে চুরি এ বিষয়ে জানেন না কেউ পরবর্তী রাতেই মালামাল উদ্ধার করেন জলঢাকা থানা পুলিশ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার সহ ১১৮টি পাইপ এবং দুটি ভ্যান গাড়ি উদ্ধার করেন। কিন্তু এ বিষয়ে যুক্ত করা হচ্ছে বারবার জনস্বাস্থ প্রকৌশলী গফুর তালুকদার কে কিন্তু তিনি এ বিষয়ে কোন কিছুই জানেন না। এবং তিনি তার কর্মজীবনে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম, এরকম কোন নজির নেই বলতেছেন সচেতন মহল। এবং তিনি যখন থেকেই জয়েন করেছেন জলঢাকায় তেনার কাজ তিনি সঠিকভাবে স্পটে থেকে বুঝে নিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে। কিন্তু কোন একটি মহল বিভিন্ন মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন কথা ছড়াচ্ছে যে জনস্বাস্থ্য প্রকৌশলী নাকি জড়িত আসলে জনস্বাস্থ্য প্রকৌশলী গফুর তালুকদার এই বিষয়ে কোন কিছুই জানে না। এবং তিনি বলেন যেখানে একটা জিনিস, পাইপের দ্বারা সম্পাদিত কাজ সমাপ্ত হয়েছে অনেক আগেই, জনস্বাস্থ্য অফিস তা বুঝে নিয়েছে, এরপরে বাকি মালামাল গুলো ঠিকাদারের। তারা কি করবে সেটা তাদের বিষয়। এখানে জনস্বাস্থ্য প্রকৌশলির কোন ভূমিকা নেই।। এবিষয় সঠিক সেটা যাচাই-বাছাই করবে প্রশাসন। কিন্তু এখানে অন্য কোন কিছুই ফায়দা নিবে এটা ঠিক নয়। বা কারো সম্মানহানি করবে, আমি গফুর তালুকদার আপনাদের জলঢাকা উপজেলায় সেবা দেওয়ার জন্য এসেছি কোন দুর্নীতি করার জন্য নয় আমাকে এ পর্যন্ত যত জায়গায় যুক্ত করা হয়েছে সব ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এটা সঠিক যাচাই বাছাই করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী আমি। জলঢাকা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নীলফামারী। এবং একটি বিষয় তুলে ধরা হয়েছে যে চুরি করেছে কারা সেটা জনস্বাস্থ্য এ বিষয়ে জানেন না এবং কারো নাম আমরা উল্লেখ করিনি।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত