মোঃ মাহিদুল হাসান সরকার
সাংবাদিকতা একটি মহান পেশা। এটি কেবল জীবিকার মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ, জাতির বিবেক, এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই পেশায় দায়িত্ব অনেক, ভুল করার সুযোগ নেই। আর সেই দায়িত্ব পালনের জন্য একজন সাংবাদিককে হতে হয় সততা, সাহস ও নৈতিকতার প্রতীক।
✅ নিরপেক্ষতাই সাংবাদিকতার মূল নীতি
সাংবাদিক কখনো কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করতে পারেন না। তাঁর কলম কেবল সত্যের পক্ষে কথা বলবে—অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিপক্ষে এবং জনতার পক্ষে। সংবাদ পরিবেশনে সাংবাদিককে কোনো ধরনের পক্ষপাতিত্ব থেকে দূরে থাকতে হবে। পক্ষ নেওয়া মানেই সাংবাদিকতার নীতিভ্রষ্টতা।
✅ সাংবাদিক হবে দেশ ও জনতার পক্ষে
একজন আদর্শ সাংবাদিকের একমাত্র দায়িত্ব হচ্ছে দেশ ও জনগণের কথা তুলে ধরা। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, অব্যবস্থাপনা, দুর্নীতি, কিংবা শাসকের জবাবদিহিতা—এই সব কিছুই সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে। সাংবাদিক হবে জনতার কণ্ঠস্বর, নিপীড়িতের আশা।
✅ সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল
সাংবাদিককে হতে হবে তথ্যনির্ভর, যাচাই-বাছাই করা সংবাদের বাহক। গুজব, অর্ধসত্য কিংবা মনগড়া সংবাদ নয়—তথ্য হোক নির্ভরযোগ্য, উপস্থাপন হোক গঠনমূলক ও সম্মানজনক।
✅ নৈতিক, মানবিক ও সংবেদনশীল
সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক। এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয় যা কাউকে অকারণে অপমানিত করে, কারো গোপনীয়তা লঙ্ঘন করে, বা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
✅ সাহসী ও আপসহীন
যে সাংবাদিক ভয় পায়, সে সত্য প্রকাশ করতে পারে না। অন্যায়-অনাচারের বিরুদ্ধে কলমের ভাষা তুলতে হলে প্রয়োজন দৃঢ়তা ও সাহস। প্রয়োজন হলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও সাংবাদিককে সত্য বলতেই হবে।
📌 শেষ কথা:
একজন সাংবাদিক হবেন দায়িত্বশীল, নৈতিক, নিরপেক্ষ এবং জনকল্যাণে নিবেদিত। তিনি হবেন জনতার চোখ, কণ্ঠ এবং বিবেক। পক্ষ নয়, সত্যের সাথেই থাকবেন সবসময়।
#সাংবাদিকতা #নিরপেক্ষতা #সত্য #জনতার_পক্ষে #সাংবাদিক_হোক_নির্ভীক
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত