নাঈম গাজীপুর ব্যুরো:
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মহাসড়কের একটি লেন পুরোপুরি দখল করে ফেলেছে বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে পথচারী, চালক ও যাত্রীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এমসি বাজার এলাকার এই অগোছালো বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিবেশ নয়, জননিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে—বাজার, আবাসিক এলাকা এমনকি সামিট পাওয়ার স্টেশনের আশপাশও বাদ যায়নি। ফলে পুরো এলাকাজুড়ে, বিশেষ করে ২-৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরিবেশ হয়ে উঠেছে বসবাসের অযোগ্য।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আপনারা এক দিন এখানে থাকলে বুঝতেন আমরা কী যন্ত্রণায় আছি। হেঁটে গেলে বমি আসে, পেটে ভাত যায় না। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারে না। মনে হয় এলাকা ছেড়ে পালাতে হবে!” “এটা এক দিনের সমস্যা নয়। বছরের পর বছর ধরে ময়লা জমে ভাগাড় হয়েছে। কেউ দেখে না, কেউ শোনে না। ভয়ংকর গন্ধ, ভাষায় বোঝানো যাবে না।”তিনি আরও জানান, সড়কের একটি লেন বর্জ্যে ঢেকে যাওয়ায় ছোট যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। এক পাশে দুই লেনের গাড়ি চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
রিকশাচালকরা বলেন, “ময়লার পাশে সিগনালে দাঁড়াতে হয়, কিন্তু গন্ধে দাঁড়িয়ে থাকাও অসম্ভব। এক লেন বন্ধ, ফুটপাত নেই—চলাচলের কোনো পথই খোলা নেই।”
পরিবহনের চালকরা বলেন“জ্যামে গাড়ি দাঁড়ালে যাত্রীরা গন্ধে ছটফট করেন। অথচ এটা প্রতিদিনের দৃশ্য হয়ে গেছে। প্রশ্ন হলো, এই মহাসড়ক দেখার কেউ নেই?”
বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘জনভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত