আল আমিন:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৭০ পিচ ইয়াবাসহ তিন (৩) জনকে আটক করেছে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ।
শুক্রবার (২৫জুলাই) সন্ধ্যার পর তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলম ।
আটককৃতরা হলেন, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরান বাড়ি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে এনামুল হক, আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুব ও মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মল্লিক আকন্দের পুত্র আহাদ ।
এ বিষয়ে এসআই মো. শফিউল আলম আরো বলেন, এনামুলের তথ্যের ভিত্তিতে বাকী দুজনকেও আটক করা হয়েছে । মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রজু হলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আজ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত