মো: রাসেল মোল্লা'রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৫জুলাই শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আড়াইহাজার উপজেলার ভাটিবালিয়াপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মোহাম্মদ সাব্বির(২৩) ও ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস(২৫)।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বালিয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত