নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাইদুর রহমান রিমন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক, এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন-এ সুনামের সাথে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
তিনি ছিলেন সাংবাদিকদের প্রিয় একজন অভিভাবকসুলভ সহকর্মী। হাস্যোজ্জ্বল, সহযোগিতাপূর্ণ এবং স্পষ্টভাষী এই মানুষটি সাংবাদিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সহকর্মীদের মতে—
“রিমন ভাই শুধু একজন সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন আমাদের বড় ভাই, অভিভাবক। যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”
রিমন ভাইয়ের মরদেহ বর্তমানে তাঁর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন (জি-ব্লক, রোড-১১, হাউজ-৯৭১)-এ নেওয়া হচ্ছে।
আগামীকাল তাঁর একমাত্র কন্যা উর্মি দেশের মাটিতে পৌঁছালে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
গাজীপুর, মানিকগঞ্জ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে দৈনিক বিডি ক্রাইম টাইমস পরিবার।
আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—
“হে আল্লাহ, আপনি রিমন ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।”
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত