নিজস্ব প্রতিবেদক :
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা। গত ২৫ জুন ইইউবির সাবেক উপাচার্য মো. আলিম দাদের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খানের বিরুদ্ধে তিনি জোর করে চেয়ারে বসে অবৈধভাবে ভিসি নিয়োগ দিয়েছেন।
একই সাথে তার নিকট আত্মীয়দের বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করেছেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দাবি কোনো প্রকার নিয়মনীতি অনুসরণ না করে অযোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত কোন আদেশ কিংবা প্রজ্ঞাপন জারি করা হয়নি। একমাত্র মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দিয়ে থাকেন। এ অবৈধ ভিসি নিয়োগে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অধ্যায়নরত শিক্ষার্থীরা।
চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান ও তার নিয়োগ কৃত অবৈধ ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এ বিষয় এরইমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে আন্দোলনরত বেশ কিছু শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্তারিত থাকছে তৃতীয় পর্বে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত