মো: সৈকত জামান প্রিন্স ফুলছড়ি (গাইবান্ধা):
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে ফুলছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করে ফুলছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উদাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান সরকার রাহুল প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া তাঁর রাজনৈতিক অবদান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত