মো: সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকালে কালিরবাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী রঙিন পোশাকে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন।
কালিরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মণের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উদাখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, ফুলছড়ি থানার এস.আই রানা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শহীদ, কালিরবাজার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মিয়া, গনফোরাম সভাপতি মুরাদ হোসেন, এনসিপি'র যুগ্ম-সমন্বয়ক আহসানুল হক স্বাধীন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাপস সরকার।
আলোচনাসভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, সত্য-ন্যায় প্রতিষ্ঠা, ধর্ম রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরেন। পরে ভক্তিমূলক গান পরিবেশন এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবছরও জন্মাষ্টমীকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত