নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ঢেলাপীড় এলাকায় ৯০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল দীঘলডাঙ্গী ব্রীজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকতার হোসেন নেতৃত্ব দেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত