এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার(১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধন করা হয়। প্রথমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে উপজেলা মৎস্য ভবন থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগ দেন। এবং উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে ও ফিল্ড সহকারী আনিচুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
এ সময় ইউএনও বলেন, দক্ষিণবঙ্গের এই উপজেলাটি মৎস্যের অভয়ারণ্য। বাউফলে মৎস্য নিয়ে কাজ করার ব্যাপক ক্ষেত্র রয়েছে। তাই অত্র এলাকার মৎস্য সংশ্লিষ্টদের সরকারি বিধি মোতাবেক চলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিলন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আবু রায়হান, প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান প্রমূখ।
এসময় কাপমিশ্র মাছ চাষে অবদান রাখায় স্বীকৃতি পুরস্কার হিসেবে অ্যাডভোকেট শাহাবাজ হোসেন খান মিল্টন, তেলাপিয়া চাষে অবদান রাখায় স্বীকৃতি পুরস্কার হিসেবে আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিন মোল্লা ও পাংগাস মাছ চাষে অবদান রাখায় স্বীকৃতি পুরস্কার হিসেবে উপজেলা বিএনপির সদস্য ও মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন মৃধাকে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্ন মৎস্য চাষী, জেলে সম্প্রদায় সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট- ২০২৫ ইং পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত