নিজস্ব প্রতিবেদক:-
আজ ২৭শে আগস্ট, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত সহকারী পরিচালক ডা. নামজুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক শাখা এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা।
সেই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি বিভাগ) ডা. এম এ ওয়াহেদ।
সেই সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিক্ষেত্রে সুযোগ-সুবিধা, হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সার্বিক চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা, বহিরাগত হাসপাতালে দালালমুক্তকরণ বিষয়সহ স্বাস্থ্য খাতের নানা সুযোগ-সুবিধা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সেই সময় উক্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মো. রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী অন্যতম সদস্য মো. ফিরোজ আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. আব্দুর রশিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত