আরিফ সিকদার,কলাপাড়া প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় মশাল মিছিল করেছে সংগঠনটির মহিপুর থানা শাখা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, সাবেক সদস্য সচিব, এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি, মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক, মনির মোল্লা, মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি একাত্মতা প্রকাশ করে যোগ দেন মহিপুর থানা শাখার নেতারা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারের দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আন্দোলনের কর্মসূচি আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত