নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় রেজাদুল ইসলাম রেজা নামের এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তিনি “Rbktv News Badiyakhali” নামে একটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালতে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাদুল ইসলাম রেজা পঞ্চম শ্রেণি পাসও নন; তিনি মূলত কাকড়া গাড়ি চালক এবং বর্তমানে এখনো কাকড়া গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনার ঝড়।
অভিযোগ রয়েছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে আলাই নদীর বাঁধ কেটে রাতের আঁধারে বালু উত্তোলন করছেন রেজা। এতে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম নষ্ট হচ্ছে। কেউ প্রতিবাদ করতে গেলে তিনি সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেন।
এছাড়া অবৈধ কাকড়া গাড়ি চলাচলের কারণে এলাকার সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এতে যানবহন চলাচল ক্ষেত্রে স্কুলগামী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাদিয়াখালি ইউনিয়নবাসী গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে, যেন দ্রুত এই ভুয়া সাংবাদিক রেজা কে আইনের আওতায় এনে ব্যাবস্থা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত