নীলফামারী প্রতিনিধি
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৩২, মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন চাপড়া ইউনিয়নের বাবুর বাজারস্থ কেবল নেটওয়ার্ক বাজারে ইং-৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় আসামী মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক ১নং বাবুল হোসেন এর দেহ তল্লাশী করিয়া ০৩ টি মোবাইল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত মোবাইল গুলো সার্চ করিয়া নকল থাই ভিসা, থাই লটারী সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে সহজ সরল মানুষকে প্রলোভন দেখাইয়া বিকাশ নগদ মাধ্যমে অবৈধ ভাবে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করে বলে আসামী প্রাথমিকভাবে স্বীকার করে।
অভিযুক্ত আসামী মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর
আসামীর বিরুদ্ধে নীলফামারী থানার মামলা নং-৩১, জিআর-২৬৪/২০২৫, তাং-৩০/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারা রুজু করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত