মো:আজিজুল হাকিম, সিংড়া,নাটোর,প্রতিনিধি:
উপজেলার চামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাহাদুরপুর পূর্ব পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা মূল্যবান সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট, ২০২৫) সকালে সকাল আনুমানিক ৯:৩০ টার দিকে বাহাদুরপুর পূর্ব পাড়ার বাসিন্দা শুকুর শেখের ছেলে আছাদ শেখ (কিলার) এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মুহূর্তের মধ্যেই আগুন দুটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেগুলোর সবকিছু গ্রাস করে ফেলে।
আগুনে আছাদ শেখের দুটি টিনের তৈরি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য, পাট এবং মজুত করা রসুনসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও পুড়ে যায়। এতে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই ক্ষয়ক্ষতি চূড়ান্ত রূপ নেয়।
আছাদ শেখের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারটি এখন দিশাহারা। সরকারি বা বেসরকারি কোনো সাহায্য না পেলে তাদের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত