ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- মো: শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে ১৫পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাট রিপন(৩৫) নামে একজন গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ রোববার (৭সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (৬সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের ঈশান নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই মোঃ মোস্তফা কামাল।
গ্রেপ্তার রিপন ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশান নগর এলাকার মোঃ তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সূয়াপুর ঈশান নগর এলাকায় মাদক বিক্রি করতেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবা ও ২৫পুরিয়া হেরােইনসহ মোঃ রিপন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসি। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
মনিরুল ইসলাম বলেন, সূয়াপুর ইউনিয়নে ঈশান নগর এলাকায় মাদক বিক্রি কালে অভিযান চালিয়ে রিপন নামে এক মাদক সম্রাটকে ১৫পিচ ইয়াবা ও ২৫পুরিয়া হেরােইনসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত