রাজশাহী তানোর প্রতিনিধি: গোলাম রাব্বানী (সফল)।
রাজশাহীর তানোর পৌরঃ ৬নং ওয়ার্ড মথুরাপুর আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
সুনাতন মান্ডি নামের এক ব্যক্তি শশুর বাড়িতে শশুরের জায়গা অবৈধভাবে ভূমিদস্যুতা করেন।
মূল ওয়ারিশকে উপেক্ষা করে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখে হয়রানির করেন এবং নিজ বাহু বল খাটিয়ে জায়গাটি ভোগ দখল করেন তিনি।
এতে এলাকাবাসীরা ক্ষোপ্রকাশ করেন,
সম্মিলিতভাবে আদিবাসীরা সুনাতন মান্ডিকে বাড়ি থেকে বিতাড়িত করে দেন।
মূল ওয়ারিশকে জায়গাটি হস্তক্ষেপ করে বসবাস করার সুযোগ করে দেন আদিবাসীরা।
এতে সুনাতন মান্ডি মিথ্যা অভিযোগ এলাকাবাসীর উপরে করছেন।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
সে তার বাড়ী না থাকা অবস্থায় বাড়ী থেকে তালা ভেঙে আদিবাসীরা আনুমানিক ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন গায়েব করেছেন।
বিষয়টি জানার পরে স্থানীয় পর্যায়ে আদিবাসীদের মধ্যে গোপন সূত্রে জানা যায় সে একজন ভূমিদস্য চুলায় মদ কারবারি এবং সুনাতন মান্ডির নামে নানা অভিযোগ এলাকাবাসী তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত