ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে ছাত্র-জনতার উপর গুলি করে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামী গাংগুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমানকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার (১২সেপ্টেম্বর) ভোররাতে গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের নিজ বাড়ীতে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই মোঃ কাওসার সুলতান। ৫ই আগষ্ট সৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে সোলাইমান আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত সোলাইমান ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।সে এলাকায় নিরহী মানুষের জমির মাটি জোর করে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যারজন্য সোলাইমান এলাকার মানুষ কাছে ভুমিদুস্য হিসাবে পরিচিত।
পুলিশ সুত্রে জানাগেছে, যুবলীগ নেতা সোলাইমান বনেরচর গ্রামের মনোয়ার হত্যা মামলার আসামী, দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি সাংবাদিক শামীম খানকে হত্যার চেষ্টার মামলার আসামী, জালসা গ্রামের ফজলুল হককে দিন দুপুরে পিটিয়ে হত্যার চেষ্টার মামলার আসামী, মাটিকাটাকে কেন্দ্র করে জালসা গ্রামের বিএনপি নেতা আবুল কাশেমকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হয়।
এলাকাবাসি ও স্থানীয়রা জানান, সোলাইমান আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ১৫টি বছর নিরহী মানুষের ক্ষেত থেকে জোরপূর্বক মাটিকেটে ভাটায় বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ঐ সময় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না। আবার কেউ যদি বাঁধা দিত তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালাতো। হামলা চালিয়েই খান্ত হতেন না আবার তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করা হত। যারজন্য সোলাইমানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না।
এই বিষয়ে সাংবাদিক শামীম খানের ছেলে ইমরান খান বলেন, সন্ত্রাসী সোলাইমানের বিরুদ্ধে নিউজ করায় আমার আব্বার উপর হামলা করে হত্যা চেষ্টা করেছিলেন। এই ঘটনায় সোলাইমানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
এই বিষয়ে ধামরাই তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত