বরগুনা প্রতিনিধি:
বামনা থানা পুলিশ কর্তৃক মাত্র ০৫ (পাঁচ) ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতারসহ ছিনতাই হওয়া অটো রিক্সা ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারঃ
১। বরগুনা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ, খুন, ধর্ষণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় গত ১১/০৯/২০২৫ তারিখ রাত্র অনুমান ১৯:৫০ ঘটিকায় জনৈক মোঃ জসিম রানা (৩৫), পিতা-আব্দুল মান্নান, সাং-পূর্ব বলইবুনিয়া, থানা-বামনা, জেলা-বরগুনা বরগুনা বামনা থানাধীন ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন পাকা রাস্তার পাশে ডোবার মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে বামনা থানা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ, বামনা থানা ঘটনাস্থলে উপস্থিতে হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেন এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জনৈক মোঃ আজিজুল (২২), পিতা-মোহাম্মদ ফারুক শিকদার, সাং-বড় তালেশ্বর, থানা-বামনা, জেলা-বরগুনা এর মৃতদেহ সনাক্ত করে। প্রাথমিকভাবে ধারনা করা হয় অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী বেশে মৃতের অটো রিক্সায় উঠে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে লাশ ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী পাকা রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। হত্যা কান্ড এবং অটো রিক্সা ছিনতাই হওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ, বামনা থানা আমাকে জানালে আমি অতিদ্রুত মামলা গ্রহণ পূর্বক আসামী সনাক্ত করে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটো রিক্সা উদ্ধারের জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করি।
৩। উক্ত হত্যাকান্ড সংঘটনের পর পরই আমার সার্বিক নিদের্শনায় জনাব শাহেদ আহমেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল), বরগুনার নেতৃত্বে জনাব হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ, বামনা সঙ্গীয় থানার চৌকস অফিসার-ফোর্সগণ এলআইসি, পুলিশ অফিস, বরগুনার সহযোগিতায় তথ্য প্রযুক্তি, পুলিশের কৌশল, পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে হত্যাকান্ড সংঘটিত হওয়ার মাত্র ০৫ (পাঁচ) ঘন্টার মধ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া কাঠালিয়া মহাসড়কের সংযোগস্থল শিকদারের গ্যারেজ এলাকা হতে অদ্য রাত অনুমান ০১.০০ ঘটিকায় আসামি ১। মোঃ সাইফুল ইসলাম ও ২। মোঃ হৃদয়দ্বয়কে ছিনতাই হওয়া অটো রিক্সাসহ উদ্ধার ও গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক এবং তাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুটি বরগুনা জেলার বামনা থানাধীন ঘটনাস্থলের নিকটবর্তী জঙ্গল হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে বরগুনা জেলায় মাদকসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বর্তমানে আসামীদ্বয় থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে বামনা থানার মামলা নং-০৬, তাং-১২/০৯/২০২৫, ধারা-৩৯২/৩০২/২০১ পেনাল কোড রুজু করা হয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
৪। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ঃ
(১) মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- মোঃ ছগির হাওলাদার, সাং-পশ্চিম বলইবুনিয়া, পোঃ-পশ্চিম বলইবুনিয়া, ৫ নং ওয়ার্ড, থানা-বামনা, জেলা- বরগুনা তার বিরুদ্ধে (১) বরগুনা এর বামনা থানার ,এফআইআর নং-৪/৪, তারিখ-০৭ জানুয়ারি, ২০১৯; জি আর নং-৪/১৮; ধারা- ৩৬(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২) বরগুনা এর বামনা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০১৬; জি আর নং-১১৬, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০১৬; ধারা-১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (৩) বরগুনা এর বামনা থানার ,এফআইআর নং-২, তারিখ-০৪ মার্চ, ২০২৪; জি আর নং-১৯, তারিখ- ০৪ মার্চ, ২০২৪; ধারা-৩৪১/৩০৭/৩২৬/৩২৪/৩৭৯/৩৪/৫০৬(২) The Penal Code, ১৮৬০। সর্বমোট ০৩ টি মামলা বিচারাধীন রয়েছে।
(২)মোঃ হৃদয় (২২), পিতাঃ- মোঃ ইউনুস আলী হাওলাদার, সাঃ-পশ্চিম বলাইবুনিয়া, পোঃ-পশ্চিম বলাইবুনিয়া, ৫ নং ওয়ার্ড, থানা-বামনা, জেলা-বরগুনা
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত