গাজীপুর (শ্রীপুর প্রতিনিধি):
সংবাদ প্রকাশের পর সরকারি জমির মালিকানা পরিবর্তনের একটি চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন হয়েছে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে। দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী সিন্ডিকেট ঘুষের বিনিময়ে সরকারি জমি বেহাত করে আসছিল বলে অভিযোগ ওঠেছে।
স্থানীয় সূত্র ও তদন্তে জানা যায়, রাজাবাড়ি ইউনিয়নের ১৭৯ নম্বর দাগের ৪ শতক পরিমাণ একটি সরকারি জমি দখল করে রাস্তা ঘেঁষে একটি চালা নির্মাণ করেন মৃত সাহেব আলীর পুত্র খোকন সরকার। অভিযোগ রয়েছে, এ কাজে তাকে সহযোগিতা করেছেন রেহেনা আক্তার, উপসহকারী ভূমি কর্মকর্তা নূরে আলম এবং তার সহকারী মনিরুজ্জামান।
ঘটনার সাথে জড়িত ভূমি অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী ঘুষের বিনিময়ে সরকারি জমির খতিয়ান পরিবর্তনে সহায়তা করেন। এতে রাজাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সক্রিয় একটি ঘুষ সিন্ডিকেটের বিষয়টি প্রকাশ্যে আসে।
সম্প্রতি দৈনিক বাংলা ভূমি ও অন্যান্য জাতীয় পত্রিকায় “শ্রীপুর ভূমি অফিসে ঘুষে বদলায় মালিকানা” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন।
প্রকাশিত প্রতিবেদন ও অনুসন্ধানের ভিত্তিতে তৎকালীন এসিল্যান্ড (AC Land) আতাহার শাকিল ১৭৯ দাগে সরকারি খতিয়ান পরিবর্তন সংক্রান্ত খারিজটি তদন্ত করে বাতিল ঘোষণা করেন।
এছাড়াও, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এলাকাবাসীর দাবি, এই সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং সরকারি জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত