নেত্রকোনা প্রতিনিধি :
গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে ঢাকা থেকে কেন্দুয়া থানাধীন কেন্দুয়া পৌরসভাস্থ কমলপুর সাকিনের গার্মেন্টস কর্মী আলফা আক্তার(১৮),পিতা-রুবেল মিয়া কে গত ০১/০৯/২০২৫ ইং তারিখে বিয়ে করেন চীনা বিদেশী নাগরিক, LI. WEI HAO আগামী ২০/০৯/২০২৫ ইং তারিখে চায়নাতে ফ্লাইট এর উদ্দেশ্যে তিনি রওনা করবেন এবং আলফা আক্তারকে বিয়ে করা ও তাকে চায়না নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকজনকে ১ লক্ষ টাকা প্রদানের বিষয়ে মৌখিকভাবে LI. WEIHAO আশ্বস্ত করেন। আগামী ২০/০৯/২০২৫ ইং তারিখে চায়নাতে আলফা আক্তারকে নিয়ে চলে যাবে এ লক্ষে আলফা আক্তার(১৮) তার পরিবারের লোকজনের সাথে দেখা করা ও চায়না নাগরীক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে কেন্দুয়া থানাধীন কমলপুর সাকিনস্থ আলফা আক্তার(১৮) এর বাড়িতে বেড়াতে আসেন। তাদের সাথে ছিলেন ফরিদুল ইসলাম নামক বাংলাদেশী একজন নাগরিক( সন্দেহভাজন দালাল) ও আরো দুইজন মেয়ে, যাদের মধ্যে জামালপুরের একজন মেয়ে বৃস্টির সাথে গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে অন্য আরেকজন চায়না নাগরিকের বিয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে দাবী করা হয়। এ ছাড়াও আরেকজন মেয়ে সাথে ছিল। আলফা আক্তার(১৮) এর পরিবারের লোকজন আলফা আক্তারের স্বামী চীনা নাগরিকের সাথে কথা বলা কালীন সময়ে তার কাছ থেকে পাসপোর্ট নাম্বার ও বাংলাদেশে অবস্থান করা কালীন সময়ে বৈধ ডকুমেন্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নাই। তাছাড়া তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক কোন সন্তোষজনক উত্তর ও বৈধ কোন ডকুমেন্টস না দেখাতে পারায় আলফা আক্তারের পরিবারের লোকজন সন্দেহজনক হিসাবে তাদেরকে অবরুদ্ধ করে কেন্দুয়া থানা পুলিশকে সংবাদ প্রদান করলে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চীনা নাগরিক ও বাংলাদেশি সহযোগী ফরিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাবাদের জন্য আটক করে কেন্দুয়া থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত