আরিফ হোসাইন, বরগুনা
সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই শুকনা মরিচও পেঁয়াজ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই এক ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা "জাগো নারী"।
কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী এই “জেন্ডার রোল শিফটিং গেইম” প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্টানের সমাপ্তি করা হয়। বাবর আলী পাখি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।
প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নারীর কাজও যে কষ্টকর, সম্মানীয় এবং গুরুত্ব পাওয়ার যোগ্য তা আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, এবং একই সাথে তারা নারীর কাজে প্রতি সহযোগিতা করার মনোভাবও প্রকাশ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
ও বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন,
“এই গেইমের মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভাঙা, নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা তাই পুরুষদের মশলা বাটা (পেঁয়াজ এবং শুকনা মরিচ) প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত