গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নে জমি খারিজ ও মালিকানা জালিয়াতি নিয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমি অফিসের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক চিহ্নিত দালাল সাইফুল ইসলামের বিরুদ্ধে উঠেছে এসব অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেকান্দার আলী গং ১৯৮৯ সালের ৮ জুলাই ৫৮৪০ নম্বর দলিলের মাধ্যমে এস.এ ১২১ দাগ এবং আর.এস ১৪৮ খতিয়ানে অবস্থিত ৭ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ২০১২ সালের ১৯ জানুয়ারি নথি নম্বর ৭৩২/১১-১২ ও অর্থবছর ৮৯২ অনুযায়ী খারিজ সম্পন্ন হয় এবং জোত সৃষ্টি করা হয়।
কিন্তু পরবর্তীতে মাঠ পর্যায়ে পরিমাপ ও যাচাই করে দেখা যায়, উল্লিখিত দাগে তাদের কোনো দখল নেই। প্রকৃত দখল রয়েছে এস.এ ৯৬ ও আর.এস ১৯১ দাগে, যা একই খতিয়ানে অবস্থিত।
অভিযোগ রয়েছে, দখলকৃত জমির ওপর ২০২৩ সালের ১৩ এপ্রিল পুনরায় নথি নম্বর ১৪৪৩১/২২-২৩ অনুযায়ী দ্বিতীয়বারের মতো খারিজ করে ১৭৯৯ নম্বর জোত সৃষ্টি করা হয়। এতে করে একই জমি ও একই ব্যক্তির নামে দুইবার খারিজ দেখিয়ে গুরুতর জালিয়াতি সংঘটিত হয়েছে।
অবাক করার বিষয় হলো, জমিটির মালিকানা নিয়ে চলমান একটি দেওয়ানী মামলা (নং ২৭৪/১৭) থাকলেও সেটি গোপন রেখে নামজারি সম্পন্ন করা হয়, যা প্রচলিত ভূমি আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব অনিয়ম ও জালিয়াতির পেছনে ভূমি অফিসে সক্রিয় এক দালাল সাইফুল ইসলাম সরাসরি জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় দখলদারদের হয়ে জাল দলিল তৈরি, বারবার খারিজসহ নানা দুর্নীতি করে আসছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত