রাজশাহী, তানোর প্রতিনিধি:
গোলাম রাব্বানী (সফল)
রাজশাহী তানোর থানার ।
টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর তানোরে পুলিশের আক্রমন করে ৫ জন, মেডিকেলে চিকিৎসাধীন আছেন ।
এ ঘটনায়।৫ জন, পুলিশসদস্য । শুক্রবার দুপুরে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে।
এসময় জুবায়ের সহ ৩ জন কে মেডিকেলে ভর্তি করা হয়।পুলিশ জুবায়ের স্থানীয় বিএনপির নেতা। সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান। মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষক লীগের সভাপতি। মোকলেছ আলী।
(৪৮)‘ময়না কেবল টিভি নেটওয়ার্ক’ ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিরোধ সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। শুক্রবার থানায়। তা সমাধানের জন্য বসা হয়। এসময় মোকলেছের লোকজন এলোপাতাড়ি মারধর শুরু করে। থানার সামনে,আসলে তাদের মারধরের করে । এসময় বাধা দিতে গিয়ে পুলিশের তানোর থানার পুলিশ, বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের হামলা করে। লোকজন এসময় আহত হন। জুবায়ের, সেলিম নাঈমুল রাব্বানী সহ আরো অনেকে হামলায় শিকার হয়।
কৃষক লীগের ওয়ার্ড সভাপতি। মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার বাহিনীর যৌথ
সামনে মারপিট শুরু করে।
পুলিশ একসঙ্গে আক্রমণ করে।এলে লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির তারাও হামলায় শিকার হয়।
করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে কিন্তু নিয়ন্ত্রণে না পারার কারণে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর থানার ওসি ফোন ধরেন নি। তবে জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। তবে থানায় পুলিশের ওপর হামলা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত