রাজশাহী তানোর প্রতিনিধি:
গোলাম রাব্বানী (সফল)
রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একরামুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দীপুর এলাকার নুরী ব্রিকস ফিল্ডের সামনে থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী পৌর এলাকার বারুইপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ একরামুল (৪৩)।
ঘটনাসূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ আমানউল্লাহ সঙ্গীয় ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী মাটিকাটা ইউপির সাহাব্দীপুর হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে নুরী ব্রিকস্ ফিল্ডের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এক ব্যক্তি এরই ধারাবাহিকতায় সে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি খাকি রঙের শপিং ব্যাগ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত