অথই নূরুল আমিন
প্রিয় পাঠক, আশাকরি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আজকে দেশ এবং জাতীয় নির্বাচনও ভবিষ্যত কান্ডারী নিয়ে আজকে কিছু লিখতে বসেছি। ভাবছি জাতীয় নির্বাচন মনে করুন। যেকোন সময় বতর্মান সরকার দিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ভোট চাওয়ার জন্য মাঠে নেমে গেল।
নির্বাচনের দিন দেশের ৬০% গরীব অসহায় দিন আনে দিন ভোটারেরা বিভিন্ন মার্কায় ভোট দেয়া শুরু করল। রাত এক ঘটিকায় খবর এলো যেকোনো একটি দল বা একটি জোট ক্ষমতায় আসতে চলেছে।( দেশের জাতীয় নির্বাচনে সবচেয়ে ভোটার বেশি গরীব শ্রেণির মানুষ। অভিজাত পরিবারের লোকেরা বিশেষ কারণ ছাড়া ভোট কেন্দ্রে যায় না।)তাতে তারা দেশের জন্য জনগণের জন্য কি করবেন?এরকম কোনো আলোচনা বা ইশতেহার জোরালোভাবে কোন দল বা জোট থেকে কিন্তু বলা হচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাস রাষ্ট্র চালাতে গিয়ে দেশের অর্থনীতি যথেষ্ট দুর্বল মনে হচ্ছে। এছাড়া বাজারে আলু- পেয়াজ ছাড়া প্রায় সবকিছুর মূল্য বৃদ্ধি মনে হচ্ছে। একটি সরকারের প্রথম শর্ত থাকার দরকার নিত্য পণ্যের মূল্য কমিয়ে রাখা। ভ্যাট ট্যাক্স কমিয়ে রাখা।
জনগণের উপরে বারবার জুলুম করার কারণে বিগত সময়ের রাজা- বাদশাহ প্রথা নবাব বা জমিদার প্রথা বাতিল হয়েছে। গণতন্ত্রের নামে বিশেষ করে বাংলাদেশের বেলায় বিগত সময়ে যত সরকার এসেছে তারা সবাই কিন্তু জনগণের উপর জুলুম করেছে। ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়ে । পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে। জনগণের গলা চেপে ধরে আপনি দেশের উন্নয়ন করবেন। জনগণের পিঠ দেয়ালে ঠেকাবেন। তখন তো জনগণ আপনার প্রতি ক্ষিপ্ত হবেই।
ভবিষ্যতে কোনো সরকার যদি সঠিকভাবে জনগণের কদর না করে। জনগণের মূল্যায়ন না করে। বিভিন্নভাবে বিগত সময়ের সরকারের মত যদি আগামী সরকার চলার চেষ্টা করে। তবে জনগণ ক্ষেপে গিয়ে গনতন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে তারা রাজনীতি বিলুপ্তির দাবি তুলতে পারে। জাতীয় সরকার,বিপ্লবী সরকার, নিরপেক্ষ সরকার,সর্ব দলী সরকার, সেনাবাহিনী সরকার সহ ইত্যাদি দাবিও তুলতে পারে।
কারণ বিগত তেপ্পান্ন বছর ধরে ভূক্তভোগী জাতি হিসেবে দেশের ৮৫% জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কয়েকটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বারবার ধনী আরো ধনী হচ্ছে। গরীব হচ্ছে আরো গরীব। তাই আগামী দিনে যেদল বা জোট ক্ষমতায় আসুক। জনগণের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। এটাই কাম্য। কথায় আছে কলা খাবা খাও গাছ লাগাইয়া খাও পরের গাছের পানে...।
এছাড়া বর্তমান সরকারের যে কয়টি দিক মন্দ চলছে তা যেন এখনই ঠিক করা হয়। যেমন প্রশাসন খুবই দুর্বল। এদিকে ঘুষ চলছে দেশের সকল অফিস আদালতে। অন্য দিকে বেশকিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে অযুক্তি ভাবে । যেমন মিনারেল ওয়াটার, মসল্লা তেল সাবান মোবাইল খরচ সহ ইত্যাদি পণ্যের। অন্তর্বর্তীকালীন সরকার আশাকরি এদিকে নজর দিবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত