রাজশাহী,তানোর প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল:
প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত, দক্ষিণ এশিয়ার বৃহৎতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র (২০২৫-২০২৮) ৩ বছর মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন এমসিএল-এর পরিচালক মোঃ আনিসুর রহমান এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাবের ভাই আবুল আহসান মোঃ আজরফ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন এবং নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং সাংবাদিকরা অংশ নেন। বক্তারা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ও শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে নতুন কেন্দ্রীয় কমিটি গণতন্ত্রের অগ্রযাত্রা ও সৃজনশীল সাংবাদিকতার বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা সাংবাদিকতা পেশাকে জাতির মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে বলেন—
“সাংবাদিকরা জাতির বিবেক; সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।”
অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে জাতীয় প্রেসক্লাব থেকে সকল উপস্থিত সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে মুগদা কবরস্থানে যান। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের গৌরবমণ্ডিত ঐতিহ্যে সংগঠনটি আজও নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত