আরিফ হোসাইন,বরগুনা:
টাইফয়েড টিকাগ্রহণ নিশ্চিতকল্পে জনসচেতনতায় সাইকেল র্যালি অনুষ্ঠিত। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের পৃষ্ঠপোষকতায়, ইউনিসেফের সহযোগিতায়, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বর্ণাঢ্য সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটির উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এহসান আহমাদ নোমানসহ প্রমুখ।
অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সার্কিট হাউজ জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, আজকের সাইকেল র্যালিটির মূল উদ্দেশ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী যারা এখনো টিকার রেজিস্ট্রেশন করে নি, তাদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করা। আমরা চাই বরগুনা জেলায় শতভাগ শিশু টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ করবে।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সোহেল হাফিজ বলেন, সাইকেল র্যালির মতো উদ্যোগ শুধু টিকাদান কর্মসূচি নয়, সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক সমাজ সবসময় জনগণকে সচেতন করার জন্য কাজ করে এসেছে। টাইফয়েড প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ সুস্থ প্রজন্মই একটি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।
এসময়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, টাইফয়েড একটি ভয়াবহ ব্যাধি, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এই টিকা নিরাপদ ও কার্যকর। বরগুনার প্রতিটি শিশুকে আমরা টিকার আওতায় আনতে চাই। সচেতনতা ছাড়া এ কার্যক্রম সফল হবে না। তাই র্যালির মাধ্যমে আমরা অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের মাঝে বার্তা পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত