মো: শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। সোমবার (তারিখ) সন্ধ্যায় তিনি স্থানীয় পূজা মণ্ডপগুলোতে গিয়ে পূজার আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ বলেন,“দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। সব ধর্মের মানুষ মিলেমিশে এই উৎসবে শামিল হওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি)মো. মনিরুল ইসলাম, ধামরাই পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত