শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)
আজ (৮/১০/২৫) বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।
মৃত্যুকালে আনিছুর রহমান স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের হওয়ার কথা। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হন।
আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় নির্বাচনে রংপুর সদর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আনিসুর রহমান লাকু, শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না তিনি ছিলেন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার আদায়ের এক অকুতোভয় সৈনিক। বিগত ১৬ বছর ধরে লাগাতার দমন-পীড়ন, মামলা-হামলা, জুলুম-নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গেছেন।
তার মতো সাহসী, পরিশ্রমী, ত্যাগী এবং আদর্শনিষ্ঠ নেতার মৃত্যুতে রংপুরসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন এক অভিভাবককে হারালো। তার জীবনাদর্শ ও ত্যাগ এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত