মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
উপদেষ্টা বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেছেন, শুধু ‘দুর্যোগ মোকাবেলাই নয় সাইক্লোন সেল্টার জনস্বার্থে সামাজিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা যাবে।’
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার সময় পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে যাওয়ার পথে আমতলী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি সাইক্লোন সেল্টার দুটি ঘুরে দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্ত বরগুনা জেলার আমতলীতে সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক।
শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই প্রথম বরগুনার আমতলীতে সফর করলেন।
তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের জন্য স্থান পরিদর্শন করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন মো:মোস্তাফিজুর রহমান , সচিব,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেজওয়ানুর রহমান মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত