ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ হোসেন শুভ ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে। প্রতিদিনের মতো সকালে অফিসে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের খানাখন্দ ও অপরিকল্পিতভাবে নির্মিত ডিভাইডারের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের অবহেলার কারণেই জনজীবন ঝুঁকিতে পড়েছে বলে তারা দাবি করেন।
নিহতের বন্ধু রাজিব জানান,“নাহিদ পরিবারের বড় ছেলে ছিল। বহুদিন ধরে চাকরি করে সংসার সামলাচ্ছিল। তার এমন মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত