ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-মো: শামীম হাসান সুমন
ঢাকার ধামরাইয়ে পুলিশের অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে একজনকে ৬মাসের কারাদন্ড এবং বাদী তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহম্মেদ অনীক তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত কয়েদ আলীর মোল্লার ছেলে মোঃ কপিল মোল্লা (৬৫), যাদবপুর গ্রামের হারুণ মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম(২৫), সানোড়া ইউনিয়নের খাগুটিয়া গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে মোঃ মজনু মিয়া (৪২), যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের হাসান আলীর ছেলে মোঃ কানন হোসেন (২৭)।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ধামরাই উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি টিম সোমবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেন পুলিশ। পরে তাদের মাদক সেবন ও মাদক বিক্রির কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কপিল মোল্লাকে ৬মাসের, আমিনুল, মজনু মিয়া ও কাননকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত