প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২য় স্থান অর্জনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান।
২২ অক্টোবর ২৫ ইং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা গেইটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবি তে মানববন্ধন কর্মসূচি পালন করে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।
শিক্ষার্থীদের একটাই দাবি কলেজের প্রধান ফটক যাতে সম্প্রসারণ করা হয় । প্রবেশ এবং প্রস্থানের গেইট আলাদা করলে চলাচল করতে সবচেয়ে সুবিধা হবে।
কলেজ কর্তৃপক্ষ ছাএীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ীরা দাবি পূরণের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি কলেজের সামনে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর পুনর্নির্মাণ এবং একটি দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের দাবিতে যে ন্যায্য ও নৈতিক আন্দোলন শুরু করেছে— Helpline Community Bangladesh সেই আন্দোলনের প্রতি গভীর সমর্থন ও সংহতি প্রকাশ করছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা, শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ অপরিহার্য। কলেজের সামনে অবৈধ স্থাপনাগুলো শিক্ষার অনুকূল পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও নেতিবাচক প্রভাব ফেলছে— যা কোনো ভাবেই কাম্য নয়।
Helpline Community Bangladesh মনে করে, শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু তাদের নিজস্ব দাবির মধ্যে সীমাবদ্ধ নয়— এটি গোটা জেলার মানুষকে শিক্ষাবান্ধব, শৃঙ্খলাপূর্ণ ও সচেতন সমাজ গঠনের আহ্বান জানাচ্ছে।
হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ,আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে একটি সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করবেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত