ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের নিশান বাড়িয়া খেয়াঘাটের বেরীবাঁধের উপর চাঁদাবাজির প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী, ওই এলাকার মোঃ ছগীর মীরের সভাপতিত্বে ,কয়েক শত জেলে ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনে অংশ নেয় এ সময় বক্তব্য রাখেন, রহমান তালুকদার, খালেক মীর, বিল্লাল হোসেন খান, মোস্তফা খলিফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, তালতলী উপজেলার বিএনপি'র আহবাহক সাবেক ইউপি সদস্য শহীদুল হকের চাঁদাবাজির অত্যাচারে নিশানবাড়ী এলাকার জেলেরা, এর প্রতিবাদে মানববন্ধন করেছেন, তারাবলেন বিএনপি দলের কেউ চাঁদাবাজি করবে এমন বিষয়ে আমরা মেনে নিতে পারি না ,তাই তারা আবেদন জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির কাছে ,ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে,চাঁদাবাজির প্রমাণ পেলে শহিদুল হক মেম্বারকে তালতলী উপজেলা বিএনপি'র অববাহক থেকে প্রত্যাহার করার দাবি জানান।
উল্লেখ্য গত ২৩ অক্টোবর দলবল নিয়ে শহীদুল হক মেম্বার নিজেই নিশানবাড়ী এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা টাকা নিতে আসেন, এ সময় এলাকাবাসীর তোপের মুখে অবরুদ্ধ হন, পরে তালতলী থানা পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে, এলাকাবাসী এই চাঁদাবাজের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আজ , এ সময় তারা তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে শহিদ মেম্বার বলেন, এর আগে ওখানে আ.লীগের সিন্ডিকেট ছিলো সেটা ভেঙ্গে দেয়ায় নিষিদ্ধ আ.লীগের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত