গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি অর্পিত সম্পত্তি দখলের জন্য ভূমি দালাল ও কিছু অসাধু সরকারি কর্মকর্তার জোটবদ্ধ অপতৎপরতার অভিযোগ উঠেছে। অভিযোগটি নিয়ে স্থানীয়ভাবে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার নালিয়াটেকী মৌজার জোত নং ৫০০, ৪৪৪ ও ৪৪৩ নিয়ে ৪৯২/২০১৩ নম্বর মামলা বর্তমানে গাজীপুর জেলা জজ আদালত ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও, মামলা চলাকালীন সময়েই জাল কাগজপত্রের মাধ্যমে নামজারির অপচেষ্টা চালানো হয়।
এলাকাবাসীর দাবি, অর্জুন চন্দ্র দাস নামক এক ব্যক্তি স্থানীয় দালাল মোঃ বাদলের সহায়তায়, কোনো বৈধ আদালতের রায় বা ডিক্রি ছাড়াই জাল দলিল তৈরি করে নামজারির প্রক্রিয়া শুরু করেন। অথচ মূল রেকর্ড অনুযায়ী, জমিটি আবদুল বরকত, আহাদ বক্স, উপেন্দ্র চন্দ্র দাস ও মেঘু চন্দ্র দাসের নামে নথিভুক্ত ছিল।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, এস.এ ২৩ ও আর.এস ৩৮ নং দাগে ই-নামজারি আবেদন নং ৫৯৯৫৫৮৬ এবং ই-নামজারি নথি নং ৮৬৫৩/২২-২৩-এর মাধ্যমে জোত নং ৫০০-এর আওতায় মোঃ আলী হোসেন ও মুহাম্মদ শরিফ হোসেনের নামে প্রায় সাত শতাংশ সরকারি জমি অবৈধভাবে নামজারি করার চেষ্টা করা হয়। কিন্তু সরকারি ‘ক’ গেজেটে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে স্পষ্টভাবে সরকারি মালিকানাভুক্ত বলে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শ্রীপুর ভূমি অফিসের অফিস সহায়ক মনিরুজ্জামান মনির, সাবেক নায়েব মোঃ নূর এ আলম, দালাল বাদল ও কম্পিউটার অপারেটর নয়নসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও, এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। জমির প্রকৃত মালিকদের পক্ষ থেকে অবৈধ নামজারি বাতিল ও দোষীদের বিচারের দাবিতে জোরালো আওয়াজ তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত