নিজস্ব প্রতিবেদক:
প্রত্যেকদিন কোনো না কোনো নেগেটিভ কিছু ঘটে যাচ্ছে। পাল্লা দিয়ে একটির তুলনায় আরেকটি ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে। এ যেনো এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতা!!
কখনো আগুনে পুড়ে যাওয়া, কখনো আন্দোলনের নামে সহিংসতা, কখনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিংবা কখনো হালের মবগিরী।
এক সময় যে মানুষগুলো নীতিকথা কিংবা মানবিকবোধের গল্প শুনাতো সে মানুষগুলোও দেখছি ইদানীংকালে তাদের আচরণে পাষণ্ডতা ছাড়িয়ে যাচ্ছে।
ছোটবেলায় ওয়াজ মাহফিল শুনার জন্য অনেক পথ পাড়ি দিয়ে যে আলেমদের ওয়াজ শুনার জন্য শীতের মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতাম, সে আলেমদের অনেকেরই রূঢ় আসল বাস্তবতা প্রকাশ পাচ্ছে।
একই চিত্র দেখা যাচ্ছে খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের জগতে। আগে যেসব শিল্পী, ক্রীড়াবিদ বা গণমাধ্যমকর্মীরা আমাদের অনুপ্রেরণার উৎস ছিলেন, তাঁদের অনেকেই এখন নিজেদের অবস্থান ধরে রাখতে ন্যূনতম আদর্শ বা মূল্যবোধের জায়গাটা হারিয়ে ফেলছেন।
যে সমাজ একসময় পরিশ্রম, সততা, শ্রদ্ধা আর মানবিকতার চর্চায় বিশ্বাসী ছিল, আজ সেই সমাজে ‘ট্রেন্ড’ বা ‘ভাইরাল’-এর দৌড়ে মানুষ হয়ে ওঠাটাই যেন দ্বিতীয় স্থানে চলে গেছে।
রুচি, নৈতিকতা, আচরণ- সব ক্ষেত্রেই মানের এই অবনমন আমাদের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের কারণ। হয়তো এখনই সময়, আমরা নিজেদের আয়নায় একটু দেখে নিই-
আমরা কি সত্যিই সেই মানুষ হয়ে উঠছি, যাদের দেখে পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারবে? নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে জাতিগত অবক্ষয়ের নির্মাতা হয়ে উঠছি?
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
মো:মাইনুল হাসান দুলন
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত