মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোবিন্দগঞ্জ থানা প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব দুম্বার মাংস বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, কালবেলা উপজেলা প্রতিনিধি শাহিন আলম,রাজধানী টিভির প্রতিনিধি রুপম আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পিআইও জিন্দার আলী বলেন, এতিমখানায় বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস উপজেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৭ কার্টুন মাংস বরাদ্দ দেওয়া হয়। যা উপজেলার ৬৫টি এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত