আলমগীর হোসেন শুভঃ
বরগুনা মাছ বিক্রেতা সিন্ডিকেট এখন একটি ভয়ংকর মাফিয়া চক্রে পরিনত হয়েছে।অনেক সভ্য সামাজিক মানুষ এমনকি প্রশাসনকেও তারা পরোয়া করেনা এমন একটা অবস্থা।
পঁচা মাছ বিক্রি করা সহ কয়েক গুন দামে মাছ বিক্রি করা,প্রতিবাদ করলে সাধারণ মানুষকে অপমান করা তাদের কাছে মামুলি বিষয়। এখানে অনেক ভালো ব্যবসায়িও আছে, তারাও নেয্য দামে মাছ বিক্রি করতে পারেনা কারণ তাহলে তাদের সমিতি থেকে জরিমানা করা হবে।
বরগুনা বন্দর ক্লাব বরগুনার সবচেয়ে আদী পুরনো সংগঠন। পচা মাছের শালিসি সেখানে বসিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিয়ে বিচার করেছে, গন্যমামান্য ও সাংবাদিক শালিসদারদের করেছে লাঞ্ছিত। শালিসি পছন্দ না হলে বয়কট করার সুযোগ আছে কিন্তু বন্দর ক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা তাদের দ্বারা সম্ভব হয়েছে।
বাজার বন্ধ করা হবে।এখন প্রশ্ন হলো মাছ ব্যবসায়িদের হাতে জিম্মি
বরগুনার নাগরিক সমাজ?
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত