মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গোবিন্দগঞ্জে হানি ট্র্যাপ,প্রতারক চক্রের
এক নারী সদস্য সনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। তার বিয়ের প্রলোভনে ফাঁদে পড়ে শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামে এক ব্যক্তি,২০ অক্টোবর সন্ধায় গোবিন্দগঞ্জে মাছহাটি এলাকায় কাজী অফিসে ১ লক্ষটাকা দেন মহর ধার্য্য করে ১০হাজার টাকা নগদ বুঝিয়ে দিয়ে ও পোষাক, কসমেটিক কিনে নিয়ে পার্লারে সাজার কথা বলে, চম্পট হয় সনিয়া সহ এই চক্রের অন্যান্য সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী অনেক খোঁজখুঁজি করে না পেয়ে প্রতারনার শ্বিকার হয়ে ওই রাতে থানায় এজাহার দায়ের করে। এঘটনার
১৮ দিন পর আজ সন্ধায় স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে
গোবিন্দগঞ্জ থানার এ,এস আই আব্দুর রাজ্জাক সঙ্গীয় নারী পুলিশ ফোর্স পৌর এলাকা থেকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনা হবে।
হ্যানিট্রাপ হলো একটি গোপন কৌশল যেখানে ব্যক্তিগত বা আর্থিক উদ্দেশ্য পূরণের জন্য প্রলোভন বা যৌন সম্পর্ক ব্যবহার করা হয়। এই কৌশলে সাধারণত একজন ব্যক্তি যৌন বা রোমান্টিক সম্পর্কের মাধ্যমে অন্য ব্যক্তির বিশ্বাস অর্জন করে এবং তারপর সেই তথ্য বা সুবিধা হাতিয়ে নিয়ে প্রতারনা করে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত