নিজস্ব প্রতিবেদক:
জাপানের কোবে শহরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কোবে, ওসাকা এবং আশেপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৯ নভেম্বর বিকেল ৩টায় Overseas Migration and Cultural Exchange Center-এ অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
দূতাবাসের প্রতিনিধি দলে ছিলেন মো. ইমরানুল হাসান, হাসান শহিদ সরকার, আমিনুর রহমান ও মো. আনিসুর রহমান গাজী।
কোবে বাংলাদেশ সোসাইটি (KBS)-এর আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন (ইমন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।
তার বক্তব্যে সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন,
> “আমরা চাই কোবে শহরকে একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশি সমাজে পরিণত করতে। নতুন আসা শিক্ষার্থীদের জন্য প্রাথমিকভাবে একটি চাকরির ব্যবস্থা করে দিতে আমরা কাজ করছি। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের জন্য একটি পরামর্শ টিম গঠন করা হবে, যাতে তারা পছন্দমতো ইউনিভার্সিটিতে ভর্তি হতে কিছুটা সহজ হয় এবং পড়াশোনার পাশাপাশি ভালোভাবে জাপানে স্থায়ীভাবে বসবাস করতে সহায়তা হয় যারা ফুলটাইম জবে যেতে চায়, তাদেরও আমরা উপযুক্ত কোম্পানিতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও অনুরোধ করেন, ভবিষ্যতে যেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল প্রতি বছর অন্তত একবার কোবে শহরে এসে কনস্যুলার সেবা প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক এবং দূতাবাসের প্রতিনিধিগণ। এম্বাসির কর্মকর্তারা আশ্বস্ত করেন যে ভবিষ্যতে কোবে বাংলাদেশ সোসাইটির সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপদেষ্টা পরিষদের মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক ও মো. আবু বকর সিদ্দিক।
এবং সভাপতি মো. আলমগীর হোসেন (ইমন), সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সহ-সভাপতি মো. রাজু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শিক্ষা সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক মো. সুলতান জাহিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি আরিফুল ইসলাম আকাশ, মো. হানিফ মিয়া ও আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত