সোহাগ হাওলাদার:
গত রবিবার মিরপুর ৮নং ওয়ার্ডে অবস্থিত শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে উদযাপন করা হয় মিরপুরের ঐতিহ্যবাহী সংগঠন "মিরপুর প্রেসক্লাব কাউন্সিল ২০২৫" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং ঢাকা ১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী , জনাব শফিকুল ইসলাম মিল্টন ও ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী "মায়ের ডাক" সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট মানবাধিকার কর্মী, সানজিদা ইসলাম তুলি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা- "দ্যা ডেইলি এক্সাম্পল" পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মিজান হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা "দৈনিক পাঞ্জেরী" পত্রিকার নির্বাহী সম্পাদক, তালুকদার রুমি । অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের নেতাকর্মী "দৈনিক খবরের আলো" পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আমিরুজ্জামান আমির, "দৈনিক খবর বাংলাদেশ" পত্রিকার সম্পাদক প্রকাশক জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট সংগঠক,সাংবাদিক ও রাজনীতিবিদ মো: জহিরুল ইসলাম জহির, মারুফ হায়দার, মোঃ জামাল উদ্দিন, ওবায়দুর রহমান ও সম্মানিত সদস্যগণ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি "দৈনিক আমার প্রাণের বাংলাদেশ" পত্রিকার সম্পাদক প্রকাশক জনাব আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য নেতাকর্মীরা। এসময়ে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক "ক্রেস্ট" প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্য বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। বক্তারা আরো বলেন বলেন, “সত্য প্রকাশ ও সমালোচনার স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না। বিএনপি বিশ্বাস করে- গণমাধ্যম শক্তিশালী হলে রাষ্ট্র আরও জবাবদিহিমূলক ও জনগণমুখী হবে।” দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা নানা ধরনের চাপ ও বাধার মুখে কাজ করছেন। স্বাধীন মত প্রকাশের সুযোগ সংকুচিত হওয়ায় গণমাধ্যমের ভূমিকা সীমিত হয়ে পড়েছে। এ অবস্থায় গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার অবাধ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
আমিনুল বলেন, “বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের ওপর দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিদ্যমান আইন সংস্কার করে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।” এছাড়া তিনি গণমাধ্যমের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন, একজন প্রকৃত সাংবাদিক অনুসন্ধানের মাধ্যমে সত্য খুজে বের করবে এবং বস্তুনিষ্ঠ ভাবে তা প্রকাশ করবে এটাই প্রকৃত সাংবাদিকের কাজ। আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা কেউ বিএনপির সাংবাদিক হবেন না, বিএনপির পক্ষে লেখার প্রয়োজন নেই, আপনারা প্রকৃত সত্যকে তুলে ধরলে তাতেই বিএনপি'র পক্ষে নিউজ হবে ইনশাআল্লাহ।
আপনারা দীর্ঘ ১৭ বছর সত্য প্রকাশ করতে পারেননি, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার আপনাদের কলম থামিয়ে দিয়েছিলো, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। এখন সময় এসেছে সত্য প্রকাশ করার, সত্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার। তিনি আরও বলেন, “গণমাধ্যম শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি জনগণের কণ্ঠস্বর। জনগণের সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হবে। এ জন্য সরকারের দায়িত্ব হচ্ছে এমন পরিবেশ সৃষ্টি করা যেখানে কেউ ভয়ে বা চাপে কাজ করবে না।”
শফিকুর রহমান মিল্টন বলেন, “সাংবাদিকদের ভূমিকা শুধু খবর লেখা নয়, সমাজে সচেতনতা সৃষ্টি করা। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে সাংবাদিকদের সত্য প্রকাশের সুযোগ দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে সংবাদপত্র ও টেলিভিশন মিডিয়াকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেবে।”
সানজিদা ইসলাম তুলি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দেশের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, তাই তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।” মিরপুরের সকল সাংবাদিকদের সুবিধা-অসুবিধা দুঃখ দুর্দশায় সর্বদা পাশে থেকে সহযোগিতা করার অঙ্গীকার করেন তারা। এছাড়া কাউন্সিলে অন্যান্য বক্তারা আশাবাদ ব্যক্ত করেন করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের কণ্ঠকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত