ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন:
বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে ভাড়াটিয়া কেতাবুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার থেকে কেতাবুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে বুধবার সকালে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেতাবুল জানায়, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
র্যাব জানায়, আটক কেতাবুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত